শ্রদেয় সুমনানন্দ স্থবির জীবের কর্মফল বিষয়ে ব্যাখ্যা করেন। তিনি বলে, • যারা প্রাণী হত্যা, চুরি, মিথ্যা এবং মন্দ কাজে লিপ্ত হয় তারা কর্ম অনুসারে ফল ভোগ করবে। অপরদিকে ভান্তের দেশনা শুনে স্বপন চাকমা গুরুজনদের ভক্তি করেন এবং কারোর প্রতি ঈষান্বিত হন না।
স্বপন চাকমার এরূপ আচরণের ফলে তিনি পরজন্মে লাভ করবেন-