মঙ্গলজ্যোতি ভিক্ষুর রচিত বেশিরভাগ গ্রন্থসমূহ পদ্যে রচিত। তিনি অতুলনীয় কাব্য প্রতিভার অধিকারী ছিলেন। তিনি নয়টি গ্রন্থ রচনা করলেও পাঁচটি গ্রন্থের প্রকৃত রচনাকারী হিসেবে স্বীকার করেন পণ্ডিতগণ। তিনি মহাভাষ্যকার নামেও অভিহিত ছিলেন।
পাতিমোক্সের আলোক রচিত অট্ঠকথাকে কী বলে?