ব্যবসায়ী মাসুম তার দেনাদারের নিকট হতে একটি চেক পেয়ে ব্যাংকে উপস্থাপন করেন। কিন্তু ব্যাংক উক্ত চেকের টাকা নগদ প্রদানে অপারগতা প্রকাশ করেন। দেনাদারের হিসাবে পর্যাপ্ত টাকা আছে কীনা জানতে চাইলে ব্যাংক তা জানাতে অস্বীকৃতি জানান।
উদ্দীপক অনুযায়ী ব্যাংক কোন নীতিটি অনুসরণ করে?