শরিফের ছোট বোন নাহিদা প্রায়ই বিটিভির একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান 'মিনা কার্টুন' দেখে। একদিন নাহিদা তার বড় ভাই শরিফকে বলে, ভাইয়া জানো আমি মিনা কার্টুন দেখে অনেক কিছু শিখেছি। তখন তার ভাই বলে, এই কার্টুনটি প্রচারে একটি আন্তর্জাতিক সংস্থা নানাভাবে সহযোগিতা করছে।
উদ্দীপকের নাহিদা মিনা কার্টুন দেখে যা শিখছে-
i. মেয়েদের অধিকার রক্ষা
ii. ছেলেমেয়েদের মধ্যে বৈষম্য দূরীকরণ
iii. পথশিশুদের জন্য আমাদের করণীয়
নিচের কোনটি সঠিক?