তাপস মনোবিজ্ঞান গবেষণাগারে এমন একটি পরীক্ষণ পরিচালনা করেন, যেখানে প্রয়োজনানুসারে পরীক্ষণটি নিয়ন্ত্রণ করেন। পরীক্ষণের প্রয়োজনে তিনি গবেষণাগারের বিভিন্ন অবস্থা বাড়াতে বা কমাতে পারেন। কিন্তু বাইরের পরিবেশ থেকে সৃষ্ট অবস্থা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না।
তাপস বাইরের পরিবেশ থেকে সৃষ্ট যে অবস্থা নিয়ন্ত্রণ করতে পারেন না তার উদাহরণ-
i. পরীক্ষণপাত্রের অভ্যাস
ii. মিছিলের শব্দ
iii. গবেষণাগারের তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?