শেফালির প্রথম সন্তান প্রসবের পর তার মা শিশুকে হালকা গরম জলে গোসল করান ও সুন্দর করে মুছে পাতলা নরম সুতি কাপড় পরান এবং ভালো করে কাপড় দিয়ে ঢেকে শেফালিকে তার বুকের দুধ পান করাতে বলেন।
মা শিশুটিকে শেফালির কোলে দিলেন কারণ—
1. মায়ের বুকের প্রথম দুধ কলোস্ট্রাম পান করানোর জন্য
ii. বুকের দুধের সরবরাহ বাড়ার জন্য
iii. শিশুটির শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য
নিচের কোনটি সঠিক?