শব্দদ্বিত্ব কত প্রকার?

Created: 2 weeks ago | Updated: 2 weeks ago
Updated: 2 weeks ago

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।

১. অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে - ক. শব্দ পরিবর্তন খ. শব্দদ্বিত্ব গ. শব্দ গঠন ঘ. শব্দ প্রয়োগ

২. শব্দদ্বিত্ব কত প্রকার? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ 

৩. পর পর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কী বলে? ক. অনুকার দ্বিত্ব খ. পুনরাবৃত্ত দ্বিত্ব গ. ধ্বন্যাত্মক দ্বিত্ব ঘ. পদদ্বিত্ব 

৪. কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়? ক. অনুকার দ্বিত্বে খ. পুনরাবৃত্ত দ্বিত্বে গ. ধ্বন্যাত্মক দ্বিত্বে ঘ. ক ও খ উভয়ই 

৫. কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ? ক. চুপচাপ খ. সুরে সুরে গ. চোখে চোখে ঘ. ঢং ঢং 

৬. বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি? ক. ঝাঁকে ঝাঁকে খ. হায় হায় গ. ঘুম ঘুম ঘ. কত কত 

৭. নিচের কোন ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? ক. খপাখপ খ. থকথকে গ. ভট ভট ঘ. মজায় মজায়

Content added By
Promotion