কর্তা নিজেই কাজটি করেছেন, তা বোঝালে কোন সর্বনাম হয়?

Created: 1 week ago | Updated: 1 week ago
Updated: 1 week ago
Vote Statistics
Option 1 : 0
Option 2 : 0
Option 3 : 0
Option 4 : 0

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কী শব্দ বলে? ক. সর্বনাম খ. বিশেষণ গ. অনুসর্গ ঘ. ক্রিয়া 

২. সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়? ক. পাঁচ খ. ছয় গ. নয় ঘ. এগারো 

৩. নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? ক. একজন খ. উনি গ. স্বয়ং ঘ. আমি

৪. কর্তা নিজেই কাজটি করেছেন, তা বোঝালে কোন সর্বনাম হয়? ক. ব্যক্তিবাচক খ. আত্মবাচক গ. নির্দেশক ঘ. অনির্দিষ্ট 

৫. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? ক. অন্য খ. এ গ. যে-সে ঘ. পরস্পর 

৬. নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? ক. অনির্দিষ্ট খ. আত্মবাচক গ. অন্যবাচক ঘ. সফলবাচক 

৭. কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? ক. সাপেক্ষ সর্বনাম খ. অনির্দিষ্ট সর্বনাম গ. আত্মবাচক সর্বনাম ঘ. নির্দেশক সর্বনাম

Content added By
Promotion