দৃশ্যপট ১: চার বছর বয়সী মিতুল পরিবারের সবার ছোট মেয়ে। সবাই তাকে খুব আদর করে। সে এত দুষ্টু হয়েছে যে, তাকে সামলাতে গিয়ে দাদা-দাদি, চাচা-চাচি, বাবা-মা হিমশিম খেয়ে ওঠে।
দৃশ্যপট ২: ফৌজিয়া বেগম গ্রামে থাকেন। নৈমিত্তিক কাজকর্মের অবসরে উপার্জন করার চিন্তা করেন। একটি সংস্থা থেকে ঋণ নিয়ে হাঁস-মুরগির খামার করেন।