সোমা বললো শীতকাল চলে যাওয়ার সাথে সাথে তাদের গ্রামে অনেকেরই রোগ বালাই দেখা দিয়েছে তাই গ্রামবাসীরা মিলে একটা পূজার আয়োজন করেছে, সে উক্ত পূজার জন্য নিমপাতা সংগ্রহ কছে। রণি বললো তার বাড়িতে প্রতি বৃহস্পতিবার এক পূজা করা হয়। এছাড়াও বছরে একবার জাঁকজমকপূর্ণভাবে পূর্ণিমা তিথিতে প্রায় প্রতি ঘরে এই পূজা হয়ে থাকে।
রনিদের বাড়িতে সম্পাদিত পূজা পারিবারিক ও ব্যক্তি জীবনে কি গুরুত্ব বহন করে তা বর্ণনা করো।