এক কৃষক জমিেেত কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এমন সময় একটি কুকুর পিছন থেকে এসে তার পায়ে কামড় দিয়ে চলে গেল। কৃষক বাড়ি এসে ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজি চিকিৎসা নিল। কয়েক মাস পর তার খিচুনি শুরু হলো, পানির পিপাসা হলো। কিন্তু পানি পান করতে পারলো না, পানির প্রতি ভীষন ভীতি জন্মিল।
কৃষকের কী রোগ হলো? এ রোগের কারণ ব্যাখ্যা করো।