(যে কোনো ৪ টি)
প্রতিদিন কাজের মধ্য আমরা নিজেদের অজান্তেই অনেকগুলো দেহভঙ্গি করে থাকি। একটি ভঙ্গি অপরটি থেকে বেশ ভিন্ন। সাধারণত আমি কি কাজ করছি এর উপর নির্ভর করে আমার ভঙ্গি কেমন হবে। কাজ করার এই ভঙ্গিগুলোই হলো শ্রম ভঙ্গি। যেমন :কুমোরের মাটির জিনিস তৈরি করার ভঙ্গি, কামারের আগুন বাতাস দিয়ে লোহা নরম করার ভঙ্গি, মাটি কাটার ভঙ্গি, তাঁত বোনার ভঙ্গি, গাছ কাটার ভঙ্গি, ছাদ পেটানোর ভঙ্গি, ইট ভাঙার ভঙ্গি, কাঠ চেরার ভঙ্গি, ইত্যাদি।