Academy

একটি স্কুলের ৭২০ জন শিক্ষার্থী কীভাবে স্কুলে যাতায়াত করে তা নিচের পাইচিত্রে উপস্থাপন করা হলো। চিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে?

Created: 2 months ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

ছবিতে একটি পাই চার্ট দেখা যাচ্ছে, যেখানে ৭২০ জন শিক্ষার্থী কীভাবে স্কুলে যাতায়াত করে তা তুলে ধরা হয়েছে। প্রশ্নে, "কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে?" জানতে চাওয়া হয়েছে।

চার্টে দেখা যাচ্ছে, পায়ে হেঁটে স্কুলে আসার জন্য কোণটি \(90^\circ\)। আমরা জানি, পূর্ণ একটি বৃত্তের কোণ \(360^\circ\)। তাই পায়ে হেঁটে আসা শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করতে এই অনুপাত ব্যবহার করব:

\[
\frac{90^\circ}{360^\circ} \times 720 = \frac{1}{4} \times 720 = 180
\]

অতএব, ১৮০ জন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে।

1 month ago

গণিত

Please, contribute to add content.
Content
Promotion