সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও
• নানা -নাতির সংলাপ ও গানের মধ্যে দিয়ে দ্বৈত ভাবে গম্ভীরা পরিবেশিত হয়।
•আঞ্চলিক ভাষায় রচিত সংলাপ ও গানের মাধ্যমে কোন একটা বিষয় তুলে ধরা হয় ।
•গম্ভীরা সংলাপের ফাঁকে ফাঁকে গানগুলো জুড়ায় ধুয়ার সুরে গীত হয়।
•গম্ভিরায় নানার পোশাক হলো লুঙ্গি। এছাড়া তার মুখে থাকে পাকা দাড়ি, মাথায় মাথাল, হাতে লাঠি। আর নাতির পোশাক ছেঁড়া গেঞ্জি কোমরে গামছা।