দুই বন্ধু একটি খেলায় অংশগ্রহণ করে। একজন নির্দিষ্ট দিকে দৌড় দেয় এবং অপরজন সময় পরিমাপ করে। তাদের একজনের 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 60 মিটার, 100 মিটার, 140 মিটার ও 250 মিটার।
উপরের তথ্য থেকে সময়ের বিপরীতে অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র অংকন করো।
Created: 1 month ago |
Updated: 1 month ago
Updated: 1 month ago
উপরে প্রদর্শিত লেখচিত্রে সময়ের বিপরীতে অতিক্রান্ত দূরত্ব দেখানো হয়েছে। সময়ের সাথে সাথে দূরত্বের বৃদ্ধি অনিয়মিত, যা থেকে বোঝা যায় যে, বন্ধুটির গতি সময়ের সাথে পরিবর্তিত হয়েছে।