তাহসান ও মাহি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। বিয়ে করে তারা একসাথে একটি ফ্ল্যাটে বসবাস করছেন। তাহসান ও মাহির একমাত্র সন্তান মুনা গৃহপরিচারিকার সাথেই সময় কাটায়। মাহি ও তাহসান কাজ শেষে যখন বাসায় ফেরেন, মুনা তখন ঘুমিয়ে থাকে। আবার তারা যখন কর্মস্থলে যান মুনা তখনও ঘুমিয়ে থাকে। বাবা-মা কেউ মুনাকে সময় দিতে পারেন না। কিছুদিন পর তাহসান ও মাহি লক্ষ করেন মুনার কথা ও আচরণ অনেকটা গৃহপরিচারিকার মতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই দ্বন্দ্ব হয়। একে অপরকে দোষারোপ করেন। তাহসান বলেন, 'মা-ই সকল শিশুর জীবনাদর্শ'। উত্তরে মাহি বলেন, 'সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়েরই দায়িত্ব সমান।'
সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়েরই দায়িত্ব সমান। উদ্দীপকে উল্লিখিত মাহির উক্তিটি যথার্থ।
তাহসান ও মাহি দুজনই বেসরকারি ব্যাংকে চাকরি করেন বিধায় তাদের একমাত্র সন্তান মুনা গৃহপরিচারিকার সাথেই সময় কাটায়। আর তাই একদিন তাহসান ও মাহি লক্ষ করে যে, মুনার কথা ও আচরণ অনেকটা গৃহপরিচারিকার মতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় এবং একজন অন্যজনকে দোষারোপ করেন।
মুনা কখনো পিতামাতার সঙ্গ পায় না। তার অন্যতম কারণ তাহসান ও মাহি যখন অফিসে যান তখন মুনা ঘুমিয়ে থাকে আবার যখন তারা রাত করে বাসায় ফিরেন তখনও মুনা ঘুমিয়ে থাকে। ফলে মুনার সামাজিকীকরণ শুরু হয় গৃহপরিচারিকার হাত ধরে। তাহসানের মতে মা-ই শিশুর জীবনাদর্শ; কিন্তু মাহির মতে সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়ের দায়িত্ব সমান। বস্তুত শিশুর সবচেয়ে কাছের মানুষ তার পিতামাতা। আমাদের সমাজে কোনো কোনো পরিবারে বাবা উপার্জন করেন। আবার মা-বাবা উভয়েও উপার্জন করেন। সংসার পরিচালনায় তাদেরকে অনেক নিয়মনীতি প্রয়োগ করতে হয়। পিতামাতার এ স্বতন্ত্র আচরণ ও মূল্যবোধ শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে। শিশুর আত্মপ্রত্যয়ী মনোভাব ও জিদভাব পিতামাতার আচরণের ফল। অতএব বলা যায়, উদ্দীপকে মাহির উক্তিটি যথার্থ।