Academy

দৃশ্যপট-১: লিমন তার বাপ-চাচার সাথে একই পরিবারে বসবাস করত। সম্প্রতি বিবাহ করে বৌকে নিয়ে শহরে সে আলাদা বাসায় বসবাস করে।

দৃশ্যপট-২: সবুজ রংপুর কারমাইকেল কলেজে অনার্স পড়ে। তার আচার-আচরণে বন্ধুবান্ধবসহ সবাই মুগ্ধ। তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তার এক প্রতিবেশী বলেন সে তার বাপ-দাদার মতোই হয়েছে।

উদ্দীপকে লিমনের বাপ-চাচার পরিবারটি যে ধরনের তা ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

উদ্দীপকে লিমনের বাপ-চাচার পরিবারটি যৌথ পরিবার।

যখন দাদা-দাদি, পিতা-মাতার কর্তৃত্বাধীনে বিবাহিত পুত্রগণ ও তাদের সন্তানাদি এক সংসারে বাস করে তখন তাকে যৌথ পরিবার বলে। উদ্দীপকের লিমনের বাপ-চাচার পরিবারেও তেমনি লক্ষ করা যায়। অর্থাৎ, 'লিমনের বাপ-চাচার পরিবারটি যৌথ পরিবার। যৌথ পরিবার সামাজিক বন্ধনের প্রতীক। আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনও এ ধরনের পরিবার দেখা যায়। বাংলাদেশের সমাজব্যবস্থা ঐতিহ্যগতভাবে যৌথ পরিবারভিত্তিক। এ পরিবারে পিতা-মাতা, ভাই- বোন, সন্তানাদি, ভ্রাতৃবধূ কিংবা পুত্রবধূর সহাবস্থান দেখা যায়। অর্থাৎ পরিবারের কর্তা, বাবা-মা, একাধিক ভাই-বোন নিয়ে যৌথ পরিবার গঠিত হয়। এ ধরনের পরিবারে যিনি প্রধান কর্তা তার সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। অন্যান্য সদস্য তার মতামতকেই প্রাধান্য দেয়।

1 month ago

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Please, contribute to add content.
Content
Promotion