রাদ ও অর্ণব চাচাত ভাই। তারা একই শ্রেণিতে পড়ে। রাদ শহরে অর্ণব গ্রামো থাকে। রাদদের শহরে জেলা প্রশাসন স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ। আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে রাদ তাদের শ্রেণির অন্যদের সাথে অংশগ্রহণ করে। কিন্তু অর্ণবের গ্রামে কুচকাওয়াজের পরিবর্তে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অর্ণব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেজে প্রথম পুরস্কার পায়।