রাদ ও অর্ণব চাচাত ভাই। তারা একই শ্রেণিতে পড়ে। রাদ শহরে অর্ণব গ্রামো থাকে। রাদদের শহরে জেলা প্রশাসন স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ। আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে রাদ তাদের শ্রেণির অন্যদের সাথে অংশগ্রহণ করে। কিন্তু অর্ণবের গ্রামে কুচকাওয়াজের পরিবর্তে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অর্ণব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেজে প্রথম পুরস্কার পায়।
বর্তমান সময়ে বিভিন্ন চাহিদার প্রেক্ষিতে গ্রামের যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। যৌথ পরিবার ভেঙে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো পরিবারের অর্থনৈতিক কারণ। শিল্পায়ন ও নগরায়ণের ফলে শ্রমের গতিশীলতা বৃদ্ধি পাওয়া, ভোগবাদী মানসিকতা, অর্থনৈতিক দ্বন্দ্ব প্রভৃতি কারণে গ্রামে যৌথ পরিবার ভেঙে যাবার প্রবণতা দেখা যায়। এছাড়া শিক্ষার স্বার্থে পরিবারের বাইরে এসে প্রতিষ্ঠিত হয়ে গ্রামে ফিরে না যাওয়া, অণু পরিবারের সুবিধা বৃদ্ধি ও যৌথ পরিবারের বিভিন্ন অসুবিধাও গ্রামীণ যৌথু পরিবার ভাঙনের জন্য দায়ী।