রাদ ও অর্ণব চাচাত ভাই। তারা একই শ্রেণিতে পড়ে। রাদ শহরে অর্ণব গ্রামো থাকে। রাদদের শহরে জেলা প্রশাসন স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ। আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে রাদ তাদের শ্রেণির অন্যদের সাথে অংশগ্রহণ করে। কিন্তু অর্ণবের গ্রামে কুচকাওয়াজের পরিবর্তে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অর্ণব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেজে প্রথম পুরস্কার পায়।
উদ্দীপকে রাদ ও অর্ণবের কথায় সামাজিকীকরণের 'সমাজজীবন' মাধ্যমের চিত্র ফুটে উঠেছে।
সমাজজীবন সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। বিভিন্ন উৎসব- অনুষ্ঠান পালনের মাধ্যমে মানুষ একে অপরের সাথে এক ধরনের সামাজিক বন্ধনে আবদ্ধ হয়, যা সামাজিকীকরণের ক্ষেত্রে ভূমিকা রাখে। সমাজের নানা কর্মকান্ডে ও অনুষ্ঠানে মানুষ অংশগ্রহণ করে। উদ্দীপকে উল্লিখিত রাদদের শহরে জেলা প্রশাসনের স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ আয়োজন করে যেখানে রাদও অংশগ্রহণ করে। অন্যদিকে অর্ণবদের গ্রামে খেলাধুলার আয়োজন করা হয়। যেখানে অর্ণব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেজে প্রথম পুরস্কার পায়। এর মাধ্যমে উভয়েরই সমাজজীবনের প্রভাব পরিলক্ষিত হয়। সমাজে প্রচলিত প্রথা, অনুষ্ঠান শহর ও গ্রামভেদে পার্থক্য থাকায় রাদ ও অর্ণবের অনুষ্ঠানসূচিতে পার্থক্য পরিলক্ষিত হয়।
তাই বলা যায়, রাদ ও অর্ণবের সামাজিকীকরণে সমাজজীবনের মাধ্যমটি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।