A পলি তার দাদিকে সময়মতো ওষুধ খাওয়ায়। তার বোন কলি তার অফিসের কর্মকর্তাদের সাথে সুন্দর করে কথা বলে। সবার সুবিধা-অসুবিধা শোনে।
|
B রাহিল তার গাড়ি খুলে আবার সব জোড়া লাগিয়ে ফেলে। নিতুকে তার মা গান শেখার জন্য একটি ইলেকট্রিক গিটার কিনে দিয়েছে।
|
পরিবারকে শিশুর শিক্ষালাভের কেন্দ্র বলা হয়। কারণ জন্মের পর শিশু গৃহেই প্রাথমিক শিক্ষা লাভ করে। মাতা-ই শিশুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। যদিও বর্তমানে শিক্ষা দেওয়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান, তবুও আচার-ব্যবহার, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান, আচার-আচরণ সম্পর্কিত বিষয়গুলোর শিক্ষা শিশু পরিবার থেকেই গ্রহণ করে।
তাই পরিবার শিশুর অন্যতম উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র।