Academy

A

পলি তার দাদিকে সময়মতো ওষুধ খাওয়ায়। তার বোন কলি তার অফিসের কর্মকর্তাদের সাথে সুন্দর করে কথা বলে। সবার সুবিধা-অসুবিধা শোনে।

 

B

রাহিল তার গাড়ি খুলে আবার সব জোড়া লাগিয়ে ফেলে। নিতুকে তার মা গান শেখার জন্য একটি ইলেকট্রিক গিটার কিনে দিয়েছে।

 

A' চিহ্নিত বাক্সটি সামাজিকীকরণের কোন উপাদানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

উদ্দীপকে উল্লিখিত 'A' চিহ্নিত বাক্সটি সামাজিকীকরণে 'সামাজিক মূল্যবোধ' নামক উপাদানকে নির্দেশ করে।

মূল্যবোধ আমাদের সমাজবদ্ধ জীবনের বৈশিষ্ট্য। মানুষের জীবনধারার মান পরিমাপ করা যায় মূল্যবোধের মাধ্যমে। কেননা মূল্যবোধ অনুশীলনের মাধ্যমেই সামাজিক বিধি-ব্যবস্থা, আচার- ব্যবহার ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ ব্যক্তি আচরণে স্পষ্ট হয়ে ওঠে। সামাজিক মূল্যবোধ হলো সাধারণ সাংস্কৃতিক আদর্শ। এই আদর্শের দ্বারা সমাজের মানুষের মনোভাব, প্রয়োজন ও ভালোমন্দের নীতিগত দিক যাচাই করা যায়। উদ্দীপকে বাক্স 'A' তে পলি ও কলির কার্যকলাপে সামাজিক মূল্যবোধের বিষয়টি ফুটে উঠেছে। মানুষ বড় হওয়ার সাথে সাথে সামাজিক মূল্যবোধগুলো শিখে থাকে। সমাজের সকলের সমান সুযোগ-সুবিধা, বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ-ভালোবাসা, সত্যবাদিতা, ন্যায়বোধ প্রভৃতি মূল্যবোধগুলো সকল সমাজেই রয়েছে। মানুষ সমাজ থেকে এ মূল্যবোধগুলো অর্জন করে থাকে। সামাজিক মূল্যবোধ ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে, যা ব্যক্তির চিন্তাচেতনা ও আচার-ব্যবহারের মধ্য দিয়ে প্রকাশিত হয়। 

অতএব বলা যায়, 'A' বাক্সে সামাজিক মূল্যবোধ উপাদানটিই নির্দেশিত হয়েছে।

1 month ago

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Please, contribute to add content.
Content
Promotion