A পলি তার দাদিকে সময়মতো ওষুধ খাওয়ায়। তার বোন কলি তার অফিসের কর্মকর্তাদের সাথে সুন্দর করে কথা বলে। সবার সুবিধা-অসুবিধা শোনে।
|
B রাহিল তার গাড়ি খুলে আবার সব জোড়া লাগিয়ে ফেলে। নিতুকে তার মা গান শেখার জন্য একটি ইলেকট্রিক গিটার কিনে দিয়েছে।
|
হ্যাঁ, 'B' চিহ্নিত প্রতিষ্ঠান তথা বিজ্ঞান ও প্রযুক্তি শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সুষ্ঠু প্রভাব ফেলে বলে আমি মনে করি। প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজে অনেক পরিবর্তন হচ্ছে। বিজ্ঞান মানুষের পর্যবেক্ষণ, উদ্ভাবন ও সৃজনশীল শক্তিকে জাগ্রত করে এবং উন্নত চিন্তা, মানবিকতাবোধ সৃষ্টি করে। প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। প্রযুক্তির প্রচলন ও প্রসারের মাধ্যমে সমাজব্যবস্থায় মানুষের মানসিক গঠন এবং সামাজিক পরিবর্তন সাধিত হয়। উদ্দীপকে উল্লিখিত রাহিল তার গাড়ি খুলে আবার সব জোড়া লাগিয়ে ফেলে। নিতুকে তার মা গান শেখার জন্য একটি ইলেকট্রিক গিটার কিনে দিয়েছে। এগুলো সম্ভব হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ফলে। তাই বলা যায়, শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।