পারভেজ বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় মিতার সাথে পরিচয় হয়। বিশ্ববিদ্যালয় পড়া শেষে দুজনেরই বিসিএস-এর মাধ্যমে সরকারি চাকরি হয়। তারা উভয়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। কিন্তু তাদের উভয় পক্ষের মা-বাবা এ সম্পর্ক মেনে নিতে পারেননি। তাই তারা আলাদা বাসা নিয়ে শহরে বসবাস করে। তাদের সংসারে দুটি সন্তানও আছে।
আধুনিক যুগের সংস্কৃতি গণমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন প্রভৃতি। সংবাদপত্র দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়বস্তুর উপর সংবাদ প্রকাশ করে। শিশু- কিশোরসহ সর্বস্তরের মানুষ এসব পাঠ করে মনের খোরাক পূরণ করে। নিজেকে সমাজ-সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শিখে।
বেতারের মাধ্যমে আমরা সংবাদ, গান-বাজনা, নাটক-নাটিকা, শিক্ষামূলক আলোচনা, খেলাধুলা, আবহাওয়া প্রভৃতি সম্পর্কে অবহিত হই। তেমনি টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। আবার সামাজিক চলচ্চিত্রের অনেক চরিত্র ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। তাই বলা যায়, সামাজিক অনেক ক্ষেত্রে গণমাধ্যম আমাদের সচেতন করে।