পারভেজ বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় মিতার সাথে পরিচয় হয়। বিশ্ববিদ্যালয় পড়া শেষে দুজনেরই বিসিএস-এর মাধ্যমে সরকারি চাকরি হয়। তারা উভয়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। কিন্তু তাদের উভয় পক্ষের মা-বাবা এ সম্পর্ক মেনে নিতে পারেননি। তাই তারা আলাদা বাসা নিয়ে শহরে বসবাস করে। তাদের সংসারে দুটি সন্তানও আছে।
পারভেজ ও মিতার সন্তানদের সামাজিক মানুষ হিসেবে বেড়ে ওঠায় বাবা-মায়ের ভূমিকাই মুখ্য বিষয়টি যথার্থ।
সন্তান জন্মদান থেকে শুরু করে লালন-পালন এবং তার সুষ্ঠু বিকাশে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানের ভরণপোষণের সাথে তার সামাজিকীকরণের প্রাথমিক দায়িত্ব পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যের। এক্ষেত্রে বাবা-মার ভূমিকাই মুখ্য। উদ্দীপকের পারভেজ ও মিতা দুজনই চাকরিজীবী। তারা নয়াবাস পরিবার গঠন করে বসবাস করছে এবং তাদের দুটি সন্তানও রয়েছে। এ সন্তানদ্বয়ের সামাজিকীকরণে তাদের বাবা-মা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। শিশুর সবচেয়ে কাছের মানুষ তার মা-বাবা। আবার মা-বাবা এ দুজনার মধ্যে অধিকতর কাছের হলেন 'মা'। স্বভাবতই সামাজিকীকরণের সূত্রপাত ঘটে মা হতেই। সংসার পরিচালনায় বাবা- মাকে অনেক নিয়মনীতি প্রয়োগ করতে হয়। মা-বাবার আচরণ ও = মূল্যবোধ শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে। সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো শিশু পরিবার থেকেই অর্জন করে। পরিবারের মধ্যে প্রধান যে বিষয়টি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো মা-বাবার মধ্যকার সম্পর্ক। মা-বাবার মধ্যে সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য খুবই প্রয়োজনীয়।
তাই বলা যায়, প্রশ্নের মন্তব্যটি যথার্থ।