মিতা তার বাবা ও মায়ের একমাত্র সন্তান। সে তার বাবা ও মায়ের সাথে শহরে থাকে। ছুটির দিনে তারা একসাথে গ্রামে বেড়াতে যায়। সে তার বাবা ও মায়ের সহযোগিতায় বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। অবসর সময়ে সে টিভি, ভিডিও গেম ইত্যাদি দেখে সময় কাটায়। অন্যদিকে রিয়ার বাবা একজন কৃষিজীবী। সে তার বাবা-মা, দাদা-দাদির সাথে গ্রামে থাকে। প্রতিবেশী বয়োজ্যেষ্ঠদের সে অনেক সহযোগিতা করে। অবসর সময়ে সে মাকে ঘরের কাজে সাহায্য করে।
পরিবারকে আয়ের একক বলা হয়। কারণ মানুষের আয় পরিবারের অর্থনৈতিক অবস্থা দৃঢ় করার জন্য পরিচালিত হয়। পরিবার হলো অর্থনৈতিক কর্মকান্ডের মূল কেন্দ্রস্থল। পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা প্রদান পরিবারের অন্যতম কাজ। তাই পরিবারের সদস্যরা বিভিন্ন অর্থনৈতিক কাজে নিয়োজিত থেকে পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণ করে।