মিতা তার বাবা ও মায়ের একমাত্র সন্তান। সে তার বাবা ও মায়ের সাথে শহরে থাকে। ছুটির দিনে তারা একসাথে গ্রামে বেড়াতে যায়। সে তার বাবা ও মায়ের সহযোগিতায় বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। অবসর সময়ে সে টিভি, ভিডিও গেম ইত্যাদি দেখে সময় কাটায়। অন্যদিকে রিয়ার বাবা একজন কৃষিজীবী। সে তার বাবা-মা, দাদা-দাদির সাথে গ্রামে থাকে। প্রতিবেশী বয়োজ্যেষ্ঠদের সে অনেক সহযোগিতা করে। অবসর সময়ে সে মাকে ঘরের কাজে সাহায্য করে।
উদ্দীপকে মিতা একক বা অণু পরিবারে বসবাস করে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
যে পরিবার স্বামী-স্ত্রী এবং এক বা একাধিক সন্তানকে নিয়ে গঠিত হয় তাকে অণু পরিবার বা একক পরিবার বলে। বর্তমানে এ ধরনের পরিবারের সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশের শহরাঞ্চলের পরিবারগুলো মূলত অণু পরিবার। একক পরিবারের সদস্য সংখ্যা স্বামী-স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের মধ্যে সীমিত থাকে। বর্তমান সমাজে এ ধরনের অণু পরিবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে নববিবাহিত দম্পতি তাদের দাম্পত্য জীবন এরকম অণু পরিবারেই গড়ে তোলে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দর্শনের প্রভাবে বর্তমানে এ ধরনের পরিবার গড়ে উঠেছে। যৌথ পরিবারকে ভেঙে গড়ে তুলছে আপন ভুবন। নববিবাহিত দম্পতি উভয়ের পরিবার ত্যাগ করে স্বতন্ত্রভাবে বসবাস করে বলে এ পরিবারকে দম্পতিকেন্দ্রিক পরিবারও বলা হয়ে থাকে। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক।