Academy

চাকরিজীবী পিতামাতার একমাত্র সন্তান তাহমিদ বাবা-মায়ের সাথে একটি জেলা শহরে বসবাস করে। ছুটির দিনে পিতামাতা সন্তানকে নিয়ে বেড়াতে বের হন। তার আচরণ যেমন সকলের কাছে প্রশংসনীয় ঠিক তেমনি সে মেধাবী শিক্ষার্থীও। পড়াশুনার ফাঁকে ফাঁকে সে পত্রিকা তাই পড়ে, বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান ও নাটক দেখে

তাহমিদের পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর (প্রয়োগ)

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

উদ্দীপকে উল্লিখিত তাহমিদের পরিবারটি অণু পরিবার। যে পরিবার স্বামী-স্ত্রী এবং এক বা একাধিক সন্তানকে নিয়ে গঠিত হয় তাকে অণু পরিবার বলে।

পরিবার হলো সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংগঠন। যাকে কেন্দ্র করে বৃহত্তর মানব সমাজ গড়ে উঠেছে। দেশ ও সমাজভেদে বিভিন্ন মানদণ্ডে পরিবারের নানা ভাগ রয়েছে। এর মধ্যে অণু পরিবার অন্যতম একটি প্রকরণ। উদ্দীপকে তাহমিদ বাবা-মায়ের সাথে শহরাঞ্চলে বসবাস করে তাই তাহমিদ একটি অণু পরিবারের সদস্য। বাংলাদেশের শহরাঞ্চলের পরিবারগুলো মূলত অণু পরিবার। বর্তমান সমাজে এ ধরনের অণু পরিবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে নব বিবাহিত দম্পতি তাদের দাম্পত্য জীবন এরকম অণু পরিবারেই গড়ে তোলে। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী দর্শনের প্রভাবে বর্তমানে এ ধরনের পরিবার গড়ে উঠছে। যৌথ পরিবারকে ভেঙে গড়ে তুলছে আপন ভুবন।

অতএব বলা যায়, উদ্দীপকের তাহমিদ একক বা অণু পরিবারের সন্তান।

1 month ago

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Please, contribute to add content.
Content
Promotion