চাকরিজীবী পিতামাতার একমাত্র সন্তান তাহমিদ বাবা-মায়ের সাথে একটি জেলা শহরে বসবাস করে। ছুটির দিনে পিতামাতা সন্তানকে নিয়ে বেড়াতে বের হন। তার আচরণ যেমন সকলের কাছে প্রশংসনীয় ঠিক তেমনি সে মেধাবী শিক্ষার্থীও। পড়াশুনার ফাঁকে ফাঁকে সে পত্রিকা তাই পড়ে, বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান ও নাটক দেখে
উদ্দীপকে তাহমিদের সামাজিকীকরণের ক্ষেত্রে শেষাংশ উল্লিখিত প্রতিষ্ঠান তথা গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রয়েছে।
বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই গণমাধ্যম। উদ্দীপকের তাহমিদও পড়াশুনার পাশাপাশি পত্রিকা পড়ে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান ও নাটক দেখে আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন প্রভৃতি। সংবাদপত্রে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়বস্তুর ওপর সংবাদ প্রকাশিত হয়। শিশু- কিশোরেরা এসব পাঠ করে মনের খোরাক পূরণ করে। নিজেকে সমাজ-সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শেখে। জীবন-জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যানধারণায় অনুপ্রাণিত হয়। বেতার আমাদের শিক্ষা ও আনন্দ দান করে। বেতারের মাধ্যমে আমরা সংবাদ, গান- বাজনা, নাটক, নাটিকা, শিক্ষামূলক আলোচনা, কথিকা, খেলাধুলা, আবহাওয়া সম্পর্কে অবহিত হই। টেলিভিশন ও বেতার ব্যক্তিজীবন ও সামাজিক জীবনকে নানাভাবে প্রভাবিত করে।
তাই বলা যায়, গণমাধ্যম তাহমিদের সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।