ইরফান আলী লক্ষ করলেন তার বাগানের গাছগুলোর মধ্যে ঘাসজাতীয় গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং ফুল গাছের পাতা, ফুল ও কুঁড়ি ঝরে যাচ্ছে। এ সমস্যা সমাধানে তিনি একজন উদ্যানতত্ত্ববিদের শরণাপন্ন হলেন। তিনি তাকে তার বাগানে উদ্ভিদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় কিছু উপাদান সরবরাহের পরামর্শ দিলেন।
উদ্দীপকে একজন উদ্যান তত্ত্ববিদ ইরফান আলীর বাগানের দুই ধরনের গাছের পুষ্টি উপাদানের ঘাটতি নির্ণয় করেছেন এবং এসব পুষ্টি উপাদান জমির মাটিতে সরবরাহের পরামর্শ দিয়েছেন। ইরফান আলীর ঘাসজাতীয় উদ্ভিদের বাগানে নাইট্রোজেনের অভাব রয়েছে। নাইট্রোজেন কোষের নিউক্লিক এসিড, প্রোটিন ও ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান। উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়। তাই আলোচ্য ঘাসজাতীয় উদ্ভিদের বাগানের মাটিতে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। আবার ইরফান আলীর ফুল বাগানের পাতা, ফুল ও কুঁড়ি ঝরে যাওয়াতে বুঝা যায় এই বাগানের মাটিতে ফসফরাসের ঘাটতি রয়েছে। এছাড়া উদ্ভিদের মূল বর্ধনে ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা রাখে। তাই ইরফান আলীর ফুলের বাগানের মাটিতে ফসফরাস সমৃদ্ধ ট্রিপল সুপার ফসফেট সার প্রয়োগ করতে হবে। কাজেই সঙ্গত কারণেই উদ্যানতত্ত্ববিদ ইরফান আলীকে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় উপাদান সরবরাহের পরামর্শ দিয়েছেন।