সুমন লক্ষ করল তার বাগানের গাছগুলোর মধ্যে ঘাসজাতীয় গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং ফুলগাছের পাতা, ফুল ও কুঁড়ি ঝড়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে সে একজন উদ্যানতত্ত্ববিদের শরণাপন্ন হলো। তিনি তাকে তার বাগানে উদ্ভিদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় কিছু উপাদান সরবরাহের পরামর্শ দিলেন।
জাউদ্দীপকে উল্লিখিত সুমনের বাগানের ঘাসজাতীয় গাছগুলোর পাতা হলুদ হয়ে গেছে এবং ফুল গাছের পাতা, ফুল ও কুঁড়ি ঝরে যাচ্ছে। নিচে এ সমস্যার কারণগুলো ব্যাখ্যা করা হলো-
গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার নাম ক্লোরোসিস। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোসিস হয়। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে সবুজ ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে হলদে হয়ে যায়। লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবেও ক্লোরোসিস হতে পারে। আবার, উদ্ভিদে ফসফরাস এর অভাব হলে পাতা, ফুল ও কুঁড়ি ঝরে যায়। ফসফরাস মূলত উদ্ভিদের মূল বর্ধন ও বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন। এর অভাবে পাতা বেগুনি বর্ণ ধারণ করে, এবং পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়। এতে করে পাতা, ফুল ও ফল ঝরে যায়।