২০ বছর বয়সী সেলিম অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড়। সে প্রচুর দৌড়ঝাঁপ ও খেলাধুলা করে। তার ওজন ৭৫ কেজি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। সে রঙিন খাদ্য যেমন: বিভিন্ন সংরক্ষিত ফল, আইসক্রিম, ফালুদা, ভাজা বড়া, বার্গারসহ ফাস্ট ফুড খেতে পছন্দ করে।
BMI বলতে কী বোঝ?
(অনুধাবন)
Created: 3 weeks ago |
Updated: 3 weeks ago
Updated: 3 weeks ago
BMI অর্থাৎ 'বডি মাস ইনডেক্স, মানব দেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। কোন ব্যক্তির কেজিতে প্রকাশিত ওজনকে তার মিটারে প্রকাশিত দেহের উচ্চতার বর্গ দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাই হলো ঐ ব্যক্তির BMI ।