রাকিব প্রচন্ড মেধাবী। সারাদিন পড়াশোনা করে, পড়াশোনা ছাড়া অন্য কোন কাজই করে না। তার উচ্চতা ১.৫৪ মিটার। বয়স ১৫ বছর, ওজন ৫৫ কেজি। সে প্রতিদিন ৩০০ গ্রাম ভাত, ১০০ গ্রাম মুরগীর মাংস, ৭০ গ্রাম (মসুর) ডাল এবং ৫০ গ্রাম ভোজ্য তেল খায়। শাকসবজি খায় না বলে তাকে প্রচুর বকাঝকা করে।