সীমা ও সুমন দুই ভাইবোন। তারা খুবই ভালো ছাত্র-ছাত্রী। কিন্তু তাদের BMI এর মান ১৮.৫ এর নিচে। তাদের আব্বা তাদের দাঁত-এর অবস্থা নিয়েও খুব চিন্তিত। কারণ তাদের দাঁতে বড় বড় ছিদ্র হয়েছে।
সীমা ও সুমনের বিএমআই মান ১৮.৫ এর নিচে, যা স্বাভাবিকের তুলনায় কম। বিএমআই মান থেকে বোঝা যায় যে, তাদের শরীরের ওজন উচ্চতার তুলনায় অনেক কম। এ অবস্থা তাদের কম ওজনজনিত শারীরিক সমস্যায় ফেলে দিতে পারে। BMI এর আদর্শ মান সুস্বাস্থ্যের সূচক। আদর্শ BMI ধারী একজন ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক। এছাড়াও BMI এর মান আদর্শ হলে ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি হতে পরিত্রাণ পাওয়া যায়। সর্বোপরি সুস্থ-সবল হাসি- খুশি এবং দীর্ঘ জীবন লাভের জন্য উদ্দীপকের সীমা ও সুমনের BMI মান আদর্শ হওয়া জরুরি।