পরিমল বাবু, গোমেজ বাবু যশোর জেলার মনিপুর গ্রামের বাসিন্দা । বসতবাড়ি ব্যতীত তাদের সামান্য আবাদি জমি রয়েছে । তাদের প্রতিবেশী কৃষকদেরও একই অবস্থা । ফলে সকলেই সাংসারিক খরচ চালাতে হিমশিম খান । যুব উন্নয়ন কর্মীর পরামর্শে পরিমল বাবুর নেতৃত্বে উক্ত গ্রামের কৃষকরা সমবায় সমিতি গঠন করে কৃষি ঋণ পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করলেন । অপরদিকে গোমেজ বাবুর নেতৃত্বে সমবায়ের মাধ্যমে ফুল নার্সারি' স্থাপন করে বিভিন্ন কাজে সবাই নিয়োজিত হয়ে গেলেন । এতে অল্প সময়েই তারা আয়ের মুখ দেখতে পেলেন ।
পরিমল বাবুর গৃহীত কার্যক্রমের ধারা ব্যাখ্যা করো ।
Created: 1 year ago |
Updated: 1 year ago
Updated: 1 year ago
No answer found.
Earn by contributing to add answer.