চৌধুরী হার্ডওয়ারের ২০১৭ সালের জানুয়ারি মাসের লেনদেনসমূহ নিম্নরূপ:
জানু: ১ নগদ ২,৫০,০০০ টাকা ও ৬৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হলো।
জানু: ৫ ৫% বাট্টায় সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট ১৯২ টাকা দরে ২৫০ ফুট জি আই পাইপ বিক্রয়। চালান নং ২০৫, প্যাকিং চার্জ ৫০০ টাকা।
জানু: ৮ রাজন ট্রেডার্সের নিকট থেকে ৪১,৫০০ টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান ৷
জানু: ১৫ ব্যবসায়ের ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয় ২০০ টাকা।
জানু: ১৮ ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় ১,৫০০ টাকা। জানু: ২৮ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৮০০ টাকা ।