or
Don't have an account? Register
স্বরচিত বাক্যে নিত্যবৃত্ত বর্তমান কালের চারটি বিশিষ্ট প্ৰয়োগ দেখাও ।
‘কাল' বলতে কী বোঝায়? ক্রিয়ার কাল প্রধানত কয় ভাগে বিভক্ত? তাদের নাম লেখ।
পুরুষ ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। '-উক্তিটি বুঝিয়ে লেখ ৷
‘পুরুষভেদে ক্রিয়ার প্রয়োগে বিভিন্নতা দেখা যায়, কিন্তু বচনভেদে কোনো পার্থক্য দেখা যায় না। ’-উদাহরণ সহযোগে উক্তিটি বিশ্লেষণ কর।
নিত্যবৃত্ত অতীত কালের ক্রিয়ার বিশিষ্ট ব্যবহার দেখিয়ে চারটি বাক্য রচনা কর ।