কক্সবাজারের জেরিন তাসনিম বিদ্যুত্তের ক্রমাগত চাহিদার কথা বিবেচনা করে সরকারি অনুমতি নিয়ে সমুদ্রতীরে একটি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেন। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে উইন্ড মিলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তার এ শিল্পে বিনিয়োগের পরিমাণ ৩ কোটি টাকার অধিক।
নবায়নযোগ্য শক্তি প্রকল্প হিসেবে জনাব জেরিন তাসনিমের উইন্ড মিলটি সেবামূলক মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত।
এ শিল্পের ক্ষেত্রে প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য (প্রতিস্থাপন ব্যয়সহ) ১ কোটি টাকা থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত হয়। অন্যদিকে, এ শিল্পে শ্রমিক সংখ্যা ৫০-১০০ জন হয়ে থাকে।
উদ্দীপকে জনাব জেরিন তাসনিম উইন্ড মিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করেন। তার শিল্পে বিনিয়োজিত মূলধনের পরিমাণ ৩ কোটি টাকার বেশি। বিনিয়োগের মাপকাঠিতে এটি মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। আর সেবামূলক মাঝারি শিল্পে বিনিয়োগের পরিমাণ ১ কোটি থেকে ১৫ কোটি টাকা হয়। জনাব জেরিন তাসনিমের বিনিয়োগের পরিমাণ উক্ত সীমার মধ্যেই আছে। সুতরাং, মূলধনের পরিমাণের ওপর ভিত্তি করে জনাব জেরিন তাসনিমের ব্যবসায়কে মাঝারি শিল্প হিসেবে অভিহিত করা যায়।