আনান মিয়া একজন চাকরিজীবী। মসজিদে আযান হলে তিনি জামাতে সালাত আদায় করতে রওয়ানা হলে তার সহকর্মী নজির সাহেব বললেন, আপনি জরুরি কাজ ফেলে কোথায় যান? উত্তরে আনান সাহেব বললেন, অনন্তকালীন জীবনে আমাদের একটি জায়গায় সমবেত করে সকল কাজের হিসাব নেওয়া হবে । অপরদিকে সাদেক সাহেব তার বন্ধু রানা সাহেবের সাথে সমুদ্র সৈকত কুয়াকাটায় বেড়াতে গেলেন। সেখানে সূর্যাস্তের দৃশ্য দেখে সাদেক সাহেব মুগ্ধ হয়ে বন্ধু রানাকে বললেন, “নিশ্চয়ই সূর্যোদয় ও সূর্যাস্তসহ প্রকৃতির সবকিছু একক স্রষ্টার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।”
(উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও)