Academy

স্বপ্না সপ্তম শ্রেণির ছাত্রী। লেখাপড়ায় যেমন ভালো খেলাধুলাতেও তেমনি। এজন্য সহপাঠীরা স্বপ্নাকে খুব ভালোবাসতো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একটি হাত ও একটি পা হারাতে হয় তাকে। এতে স্বপ্না মানসিকভাবে ভেঙে পড়ে। সবার সামনে আসতে বিব্রতবোধ করে। লেখাপড়া যে আর হবে না সে ও তার পরিবার নিশ্চিত হয়ে যায়। কিন্তু তার সহপাঠীরা সান্ত্বনা, সহযোগিতা আর সাহস দিয়ে তাকে আবার লেখাপড়ার ব্যাপারে উৎসাহী করে তোলে। এই স্বপ্নাই একদিন এসএসসিতে জিপিএ-৫ পেয়ে স্কুলের সুনাম বৃদ্ধি করে।

'আমি তোমার কাছে কী দোষ করেছিলাম? — উক্তিটি দ্বারা কী বুঝানো হয়েছে?

Created: 1 year ago | Updated: 10 months ago
Updated: 10 months ago

প্রিয় মানুষের কাছ থেকে বিদায়ের বেদনা বোঝাতে সুভার অব্যক্ত চাহনিতে উক্তিটি প্রকাশ পায়।

বাকপ্রতিবন্ধী সুভা নিজের মতো করে দুঃখ-বেদনা অনুভব করে। একদিন সে আপন পরিবেশ ছেড়ে কলকাতায় যাওয়ার জন্য তৈরি হয়। এ সময় মনে মনে ভালো লাগা প্রতাপ তাকে বিদায় জানাতে গেলে সুভার চাহনিতে যেন তীব্র অভিমান প্রকাশ পায়, সুভার সেই অভিমানের ভাষাই আলোচ্য উত্তির প্রকাশ পেয়েছে।

10 months ago

বাংলা সাহিত্য

Please, contribute to add content.
Content
Promotion