বাবার জন্য খাবার সাজিয়ে মা বাক্প্রতিবন্ধী মিনাকে হালচাষরত বাবার কাছে পাঠায়। যেতে যেতে সে নানা ধরনের পাখি দেখে মিটমিট করে হাসে। মিনাকে দেখে কয়েকটি পাখি নির্ভয়ে মিনার কাছে আসে। বাবার কাছে খাবার পৌঁছে দিয়ে গরু দুটির গায়ে হাত বুলোতে থাকে সে। এক পর্যায়ে মাঠের কাজে বাবাকে সাহায্য করতে লাগলো। এসব দেখে পাশের ক্ষেতের মাহফুজ বললো, এভাবে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করো না। ওকে শহরের বোবাদের স্কুলে ভর্তি করে দাও, দেখবে একসময় সে শিক্ষিত ও স্বাবলম্বী হবে।