রহিম মিয়া একজন ক্ষুদ্র পুরাতন কাপড় ক্রেতা। অল্প পুঁজিতে সে & কাপড় ক্রয় করে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বিভিন্ন ডিজাইনের কাঁথা, ঘরের পর্দা তৈরি করে বেশি দামে বিক্রি করে। এদিকে তার ছেলে রাজুকে তিনি স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ দিয়ে ব্যবসায় কাজে লাগান। রাজু তার ধৈর্য, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে বাবার ক্ষুদ্র ব্যবসাকে নতুন ফ্যাক্টরিতে রূপ দিয়েছে।