Academy

জনাব ইমন মধুপুরের বাসিন্দা। তিনি জীবিকা উপার্জনের লক্ষ্যে বন থেকে কাঠ সংগ্রহ করেন। তা থেকে কাঠ চেরাই করে আসবাবপত্র তৈরি করেন। তিনি ঐ সমস্ত আসবাবপত্র ময়মনসিংহ এলাকার বিভিন্ন দোকানে স্বল্পমূল্যে সরবরাহ করেন। বর্তমানে তার ব্যবসায়টি ভালো চলছে। তার পণ্যের চাহিদা যথেষ্ট থাকায় ব্যবসায় বাড়াতে চান। কিন্তু পুজির কারণে সমস্যা হচ্ছে। এছাড়া মধুপুর থেকে ময়মনসিংহের দূরত্ব কিছুটা দূরে হওয়ায় তিনি আসবাবপত্র সঠিক সময়ে দোকানে পৌঁছানোর ব্যাপারে চিন্তিত। কিন্তু তারপরও তিনি এ ব্যবসায়ের সাফল্যের ব্যাপারে আশাবাদী ।

প্রজনন শিল্প কী?

Created: 1 year ago | Updated: 3 weeks ago
Updated: 3 weeks ago

যে শিল্পের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার বা উৎপাদন কাজ পরিচালিত হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন- গবাদিপশু প্রজনন, হাস-মুরগির খামার, নার্সারি চারা উৎপাদন, শস্যের বীজ উৎপাদন ইত্যাদি।

 

3 weeks ago

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

Please, contribute to add content.
Content
Promotion