রবি খুলনা শহরে একটি বিস্কুট উৎপাদনের কারখানা দিয়ে বিস্কুট উৎপাদন করে বাজারজাত করল। বাজারজাত করার ৩/৪ দিনের মধ্যে ভোক্তারা বিস্কুট ফেরত দিতে শুরু করল। ভোক্তাদের অভিযোগ , বিস্কুট প্যাকেটের মধ্যে নরম হয়ে খাদ্য উপযোগিতা হারিয়ে ফেলেছে। এতে রবি ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়। রবির বন্ধু শফি শিশুখাদ্য উৎপাদনে আত্মনিয়োগ করল। প্রচুর শিশুখাদ্য উৎপাদন করে বাজারে ছাড়ল। শিশুদের পিতামাতা নতুন শিশুখাদ্য সম্বন্ধে কিছু না জানায় তারা এ খাদ্য ক্রয় করল না। ফলে শফি তার ব্যবসায়ে লোকসান করল।