রাজীব কুমার পরিবারে জন্মগ্রহণ করেও আজ বড় কর্মকর্তা হয়েছে। রাজীব ভাবে, তার বাবা নরম কাদামাটি থেকে কলস, হাঁড়ি ও বিভিন্ন রকমের পাত্র তৈরি করতো। তার বন্ধু জয়নাল কোনো কাজ ঘৃণা করে না। সে দশটি পুকুরে মাছ চাষ করে। আর ঐ পুকুর পাড়ে ফলায় নানা রকমের গোলাপ। এতে তার আয়ও হয় প্রচুর।