উপরের চিত্রে কেন্দ্রে N প্রতিষ্ঠানের ব্যবস্থাপক B বিদ্যমান, যাকে ঘিরে তিনটি স্তর আছে। এ স্তরগুলো দ্বারা ব্যবসায়ের পরিবেশ বোঝানো হয়েছে। N প্রতিষ্ঠানটির ব্যবসায় ভালো চলছে। বর্তমানে B প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ বাজারে ব্যবসায় বাড়াতে চান । তাই তিনি এ বিষয়ে চিন্তা-ভাবনা করছেন।