মাহিন বই পড়তে ভীষণ পছন্দ করে। সে নিয়মিত পাবলিক লাইব্রেরিতে যায় এবং বিভিন্ন ধরনের বই পড়ে। তবে সাহিত্যের বই বেশি পড়ে। মাহিনের দাদাও তাকে ইতিহাস বই পড়তে উৎসাহ দেন। তিনি বলেন জাতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানতে এবং ব্যক্তিগত জ্ঞান অর্জনের প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি।