দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুর ১৯৭৫ সালে পর্তুগালের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছিল এবং স্বাধীনতা ঘোষণা করেছিল। কিন্তু সাম্রাজ্যবাদী ইন্দোনেশিয়া সৈ বছরই এক সামরিক অভিযানের মাধ্যমে দেশটি দখল করে নেয় এবং দুঃশাসন চাপিয়ে দেয়। তবে পূর্ব তিমুরবাসী সবকিছু মুখ বুজে সহ্য করেনি। জানানা গুসমাও নামের এক অকুতোভয় নেতা 'পূর্ব তিমুর সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন' গড়ে তোলেন। এ সংগঠনটি পূর্ব তিমুরের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়। যদিও ইন্দোনেশীয় সরকার জানীনা গুসমাওয়ের উপর সীমাহীন নিপীড়ন চালায় তথাপি তিনি মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান। দীর্ঘ সংগ্রামের পর ২০০২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে পূর্ব তিমুর বিশ্বমানচিত্রে জায়গা করে নেয়।