দৃশ্যকল্প-১: রবিউল বই পড়ে জানল, একটি গ্রহ হালকা পদার্থ দিয়ে গঠিত এবং এতে মিথেন গ্যাসের পরিমাণ বেশি।
দৃশ্যকল্প-২ : শাফায়েত Discovery Channel থেকে একটি গ্রহ সম্পর্কে জানল, যেটির আয়তন পৃথিবীর চেয়ে ১৩শ গুণ বড়। দৃশ্যকল্প-৩ : মুনতাসির বলল, আমিও একটি গ্রহ সম্পর্কে জানি, যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন গ্যাস বিদ্যমান আছে।