নিচে 25 নম্বরের একটি শ্রেণি পরীক্ষার কয়েক জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া হলো— 5, 8, 11, 14, 17, 20, 23, 26
তথ্যবিশ্বের প্রত্যেক এককের এক বা একাধিক লক্ষণ বা বৈশিষ্ট্য থাকে। যদি মানুষ কে একটি একক ধরা হয় তাহলে এর উচ্চতা, ওজন, বয়স এবং রং ইত্যাদি লক্ষণ বা বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা যায়। এ সকল লক্ষণের প্রত্যেকটিই পরিমাণে অথবা গুণে একটা মানুষ থেকে অন্য মানুষ আলাদা। যেমন- উচ্চতা একটি চলক।
পরিসংখ্যান কাকে বলে: পরিসংখ্যান বলতে বোঝায় কোন তথ্য, ঘটনা, বিষয়ের সংখ্যা এবং গণনাবাচক পরিমাপকে। অন্যভাবে বলা যায়, পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা, সংগঠিত করা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং ব্যাখ্যা দানের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পরিসংখ্যান।
পরিসংখ্যান কাকে বলে: সংখাত্মক তথ্য বা সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান কে পরিসংখ্যান বলে ।